পরের ওয়ানডে বিশ্বকাপে কে হবেন ভারতের অধিনায়ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে এমন আলোচনাও। এখনকার অধিনায়ক রোহিত শর্মার পরের বিশ্বকাপের সময় বয়স হবে ৪০, ফলে তিনি যে খেলবেন না, সেটি প্রায় নিশ্চিতই। তবে রোহিতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। এ সংস্করণে আর খেলবেন না ভারতের এখনকার অধিনায়ক, পিটিআইয়ের বরাত দিয়ে এমনও জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারা ম্যাচের পর এ সংস্করণে খেলেননি রোহিত। এ সময়ে ভারতকে বেশির ভাগ সময় নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর চোটে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
তবে ওয়ানডে বিশ্বকাপের আগেই নাকি নিজের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে আলোচনা সেরে ফেলেছেন রোহিত। সংবাদ সংস্থা পিটিআইকে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘এটা নতুন কোনো ঘটনা নয়। গত এক বছরে ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর ছিল বলে রোহিত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি। নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগারকারের সঙ্গে এ ব্যাপারে তার বিস্তারিত আলোচনা হয়েছে।’
সেই সূত্র আরও বলেছে, ‘সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছে। এটি পুরোটাই রোহিতের সিদ্ধান্ত।’
ক্যারিয়ারে ১৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা রোহিত এ সংস্করণে বিরাট কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৮৫৩)। ক্যারিয়ারে ১৩৯.২৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রোহিত করেছেন ৪টি শতক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ইনিংসের উদ্বোধন করেছেন ঋষভ পন্ত, ঈশান কিষান, শুবমান গিল, যশস্বী জয়সোয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। তাঁদের মধ্যে কিষান, জয়সোয়াল ও গায়কোয়াড় আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে। সূত্র জানিয়েছে, তরুণ এসব ক্রিকেটার দীর্ঘ মেয়াদে সেভাবে পারফর্ম করতে ব্যর্থ হলেই শুধু রোহিতকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলতে পারে বিসিসিআই।
ভারতকে তিন সংস্করণের বাইরেও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব করেন রোহিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত লাল বলের দিকেই পুরো মনোযোগ দিতে চান তিনি।
এদিকে আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে তিন পেসার—যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে বলে জানিয়েছে বিসিসিআইয়ের ওই সূত্র। সূত্রটি বলেছে, ‘বুমরা ফিট হয়ে ওঠার লড়াই করছে, আর ফলটাও সবাই দেখতে পাচ্ছে। সে ফিটনেসের সেরা অবস্থানে চলে এসেছে, টেস্ট খেলতে অধীর আগ্রহী। বুমরা ও শামির ক্ষেত্রে কোন সংস্করণে বেশি প্রাধান্য দেওয়া হবে, তাদের সে অনুযায়ী ব্যবহার করা হবে। সব ঠিকঠাক থাকলে বুমরা নিশ্চিতভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।’
বিশ্বকাপের আগে বেশ লম্বা বিরতির পর চোট কাটিয়ে ফেরেন বুমরা, যিনি সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুলাইয়ে।