আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। শনিবার (১৯ আগস্ট) এই দুই ম্যাচকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দলে ডাক পেয়েছে দুই নতুন মুখ। কজন হলেন দীপক রায় অন্যজন সারোয়ার জামান নিপু।
দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস মাঠে। আগামীকাল (রোববার) থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘আমরা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাই। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন হবে এবং দলও থাকবে নিকটবর্তী হোটেলে।’
আগামী ২৬ আগস্ট ঢাকায় আসবে আফগানিস্তান দল। স্থানীয় হোটেলে থেকে অনুশীলন করবে তারা। বাংলাদেশ দলে প্রথমবার ডাক পাওয়া নিপু খেলেছেন এফসি উত্তরাতে। আর দীপন খেলেছেন শেখ রাসেলে।