পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের পরিচিত মুখ সুরো কৃষ্ণ চাকমা। শনিবার এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন বাংলাদেশের পেশাদার এই বক্সার।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে তিনি নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়েছেন।
লড়াইটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু আট রাউন্ডের বাউটে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজেয় থাকার ছন্দটা ধরে রাখেন সুরো কৃষ্ণ। প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের অন্য বক্সার আল আমিনও জয় পেয়েছেন। ওয়েল্টারওয়েটে তিনি রাশিয়ার কন্সটান্টিন রুডেনকোকে পরাজিত করেছেন।
বাংলাদেশের প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সবিসির উদ্যোগে হয়েছে এবারের চ্যাম্পিয়নশিপ। তাতে বাংলাদেশ ছাড়াও অংশ নেন রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল, ভারতের বক্সাররা। ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬জন প্রতিযোগী অংশ নিয়েছেন।