৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। আসন্ন এই টুর্নামেন্টে ধারাভাষ্য প্যানেলে নেই আতহার আলী খান। শনিবার (১৯ আগস্ট) ১৪ জনের ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করেছে এশিয়া কাপের সম্প্রচারে দায়িত্ব থাকা স্টার স্পোর্টস। সেই তালিকাতে আতহার জায়গা না পেলেও আছেন বাংলাদেশি ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।
শুরুতে বাংলাদেশের কেউই ছিলেন না ধারাভাষ্যকারের তালিকায়। ১৫ ঘণ্টা পর অবশ্য সেখানে খানিকটা পরিবর্তন এনেছে স্টার স্পোর্টস। ইংরেজিতে ধারাভাষ্য দেবেন রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, গৌতম গম্ভীর, ওয়াকার ইউনিস, অ্যান্ডি ফ্লাওয়ার ও মারভান আতাপাত্তুরা।
এছাড়া আরও থাকছেন ম্যাথু হেইডেন, আমির সোহেল, ডমিনিক কর্ক, দ্বীপ দাসগুপ্তা, বাজিদ খান, সঞ্জয় মাঞ্জরেকার, শামীম আশরাফ চৌধুরী ও রোশান আবেসিংহে। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। গ্রুপ ‘এ’ তে ভারত-পাকিস্তানের গ্রুপে আছে নেপাল। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তান এবং নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।