গতকাল সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন একটি সোনার দোকান উদ্বোধন করেছেন সাকিব আল হাসান। রোববার (২০ আগস্ট) দেরা দুবাইয়ের সেরিনা প্লাজায় এনআরআই জুয়েলারি নামে ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অধিনায়ক।

আমিরাত ও বাংলাদেশের সংস্কৃতির প্রদর্শনী দিয়ে সাজানো উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল সাকিব বলেন, ‘এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাদের কারণেই এখানে আসা এবং আপনাদের সঙ্গে দেখা হলো। তারা যে রকম সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করব, আপনারও একই কাজ করবেন, যেন আমরা একসঙ্গে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

আজ দেশে ফিরে আগামী দুই-এক দিনের মধ্যেই এশিয়া কাপের অনুশীলনে যোগ দিবেন সাকিব। তার আগে দুবাই সেই খেলার প্রসঙ্গও এসেছে, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’
এদিন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বাংলাদেশি প্রতিষ্ঠান হলেও অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত শুনা যায়নি। এছাড়া আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শুরু হয় বিদেশি সংস্কৃতির অনুষ্ঠান।