গত কয়েক মাস ধরেই দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের অন্যতম তারকা বোলার হাসান মাহমুদ। ডেঙ্গুতে আক্রান্ত হলেও গুরুতর না হওয়ায় আপাতত বাসায়ই চিকিৎসা নিচ্ছেন টাইগার ক্রিকেটার।
মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরশু রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার পর রিপোর্টে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
গতকাল হাসানের রক্তে প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল। তাই আজকেও একবার তার রক্ত পরীক্ষা করানোর কথা ছিল। তবে আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন তিনি। তাই আপাতত রক্ত পরীক্ষা আর করানো হয়নি। এখন জ্বরের মাত্রা কিছুটা কমেছে ডানহাতি এই পেসারের।
এদিকে এশিয়া কাপকে সামনে রেখে গতকাল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে মেডিকেল পরীক্ষা। ক্রিকেটারদের রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ করছে জাতীয় দলের ফিজিওরা।
প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আর আজকে হয়েছে আরও ১২ ক্রিকেটারের। কিন্তু অসুস্থতার কারণে মাঠেই আসেননি হাসান।