গত কয়েক বছরে নিয়মিতই নিউ জিল্যান্ড সফরের সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবারের সফরও নিশ্চিত হয়েছে। গত ৮ বছরের মধ্যে ৬ষ্ঠ বারের মতো এবারও ডিসেম্বরে আছে নিউ জিল্যান্ড সফর। আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউ জিল্যান্ড।
আগামী ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউ জিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। খেলা হবে ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মাঙ্গানুইতে।
১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। ২০ ডিসেম্বরে নেলসনে দ্বিতীয় ওয়ানডের পর ২৩ ডিসেম্বর নেপিয়ারে হবে শেষ ম্যাচ। ২৭ ডিসেম্বর নেপিয়ারেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মাউন্ট মাঙ্গানুইতে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।
বাংলাদেশের নিউ জিল্যান্ড সফরের আগে অবশ্য কিউইরাই বাংলাদেশে আসবে টেস্ট খেলতে। নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে নিউ জিল্যান্ড দল। টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।