বাবা হতে যাচ্ছেন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। দাম্পত্য জীবনে প্রথমবারের মতো বাবা হতে চলেছেন টাইগারদের এ টপ অর্ডার ব্যাটার। ২০২০ সালের ১১ জুলাই রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ানের মৃধা পারা গ্রামের মেয়ে সাবরিন সুলতানা রত্নাকে বিয়ে করেন শান্ত। একই জেলা ও উপজেলার পাশের গ্রাম রনহাটে শান্তর গ্রামের বাড়ি।
নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন। ধারাবাহিক পারফর্ম করে আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন শান্ত। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে দলের সঙ্গে প্রস্তুত নিচ্ছেন তিনি। বড় দুটি টুর্নামেন্টের আগেই ভক্তদের সুখবর দিয়েছেন শান্ত। তিনি বাবা হতে চলেছেন।
মঙ্গলবার (১৫ আগষ্ট) ফটো ও ভিডিও শেয়ারিং হ্যান্ডেল ইন্সটাগ্রামে শান্তর স্ত্রীর বেবি বাম্পের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। যেখানে শান্তর পাশাপাশি দেখা যায় জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যাদের মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীদের।
শান্ত ও তাঁর স্ত্রী সাবরিন সুলতানা রত্না—দুজনের বাড়িই রাজশাহীতে। তাঁদের বিয়েটা হয়েছিল করোনার সেই কঠিন সময়ে। মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের ১১ জুলাই ছোট পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তাঁরা।