আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। রাত পোহালেই গুজরাটের রাজধানী আহমেদাবাদে বেজে উঠবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের হুইসেল। যেখানে ২০০৩ সালের পর আবারও বিশ্বমঞ্চের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আরেকবার সোনালি ট্রফি নিজেদের করে নিতে প্রস্তুত সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নরা। মূল লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক ফাইনাল মহারণের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ।
রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
বিশ্বকাপে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। রাউন্ড রবিন লিগ পর্বে টানা ৯টি ম্যাচ জিতেছে স্বাগতিকরা। এরপর প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালেও নিউজিল্যান্ডকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। অজিদের বিপক্ষে ফাইনালে ভারতের অপরিবর্তিত একাদশ নিয়ে নামার সম্ভাবনাই বেশি। টানা জয়ের কারণেই পরিবর্তনের সুযোগ কম রোহিতের দলে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ষষ্ঠ বোলারের অভাব বেশ ভুগিয়েছে স্বাগতিকদের। সেক্ষেত্রে সূযকুমার যাদবের জায়গায় অশ্বিনকে দেখা যেতে পারে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। আর এখনো পর্যন্ত এই দুটি ম্যাচেই হেরেছে অজিরা। এরপর টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। আগামীকাল মেগা ফাইনালে একটি পরিবর্তন আনতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মার্নাস লাবুশেনের জায়গায় একাদশে ঢুকতে পারেন পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব/রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন/মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।