যে ম্যাচ দিয়ে শেষ হয়েছিল ২০১৯ বিশ্বকাপ, সেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই ৫ অক্টোবর শুরু হবে এবারের বিশ্বকাপ। তবে ম্যাচ শুরুর এক দিন আগেই আনুষ্ঠানিকভাবে পর্দা উন্মোচিত হবে ওয়ানডে বিশ্বকাপের।

৪ অক্টোবরকে আগেই ‘ক্যাপ্টেনস ডে’ ঘোষণা করেছে আইসিসি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওই দিন ১০ দলের ১০ অধিনায়কের উপস্থিতিতে পর্দা উঠবে টুর্নামেন্টের। ৩ অক্টোবরই সব অধিনায়কের আহমেদাবাদে পৌঁছে যাওয়ার কথা। তবে ওই দিন বেশ কিছু প্রস্তুতি ম্যাচ থাকায় কেউ কেউ আহমেদাবাদে পরদিন উপস্থিত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানকে জাঁকজমক করে তুলতে যেমন থাকবেন একঝাঁক বলিউড তারকা, তেমনি থাকবে আতশবাজি আর লেজার শো। অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে ভারতীয় কৃষ্টি-কালচারও। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বলিউডের কোন কোন তারকা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে? রণবীর সিংয়ের থাকার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। পারফর্ম করার কথা তামান্না ভাটিয়ারও। সংগীত তারকা শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, আশা ভোঁসলেও থাকবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের তথ্য দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

উদ্বোধনী অনুষ্ঠানের দিন যত ঘনিয়ে আসছে, অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কর্মযজ্ঞ ততই বাড়ছে। পারফরমারদের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মহড়াও চলছে জোরেশোরে। যাঁরা ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচের টিকিট কেটেছেন, তাঁরা সুযোগ পাবেন উদ্বোধনী অনুষ্ঠান দেখার।