ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয়ার সিদ্ধান্ত পাকিস্তান এখনও নেয়নি। এরই মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচসহ বেশ কয়েকটি সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
আগামী ৫ অক্টোবর থেকে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হওয়ার কথা রয়েছে। তবে ভারতের মাটিতে শুরু হওয়া এই বিশ্বকাপে পাকিস্তান এখনও অংশ নিবে কিনা, সেটি জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটি ভেন্যু ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলে সিদ্ধান্ত নেবে পিসিবি।
এ দিকে আগামী ১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু ‘নবরাত্রি’ উৎসবের কারণে ম্যাচটি পিছিয়ে ১৪ অক্টোবরে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এর আগে ৬ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কার বদলে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ ঠিক করা হয়েছে। আর ১২ অক্টোবর থেকে পিছিয়ে ১০ অক্টোবরে নেয়া হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ।
এই তিন ম্যাচ বাদে আরও কয়েকটি ম্যাচের সূচিতে রদবদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে খুব শীঘ্রই সে বিষয়ে জানা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ আগস্ট থেকে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হতে পারে।