জিম-আফ্রো টি-টেন লিগের শিরোপা জিতলো ডারবান কালান্দার্স। সেই সাথে নাম লিখলো ইতিহাসে, প্রথম বারের মতো আয়োজিত এই আসরে তারাই প্রথম শিরোপাজয়ী দল। ফাইনালে মুশফিকুর রহিমের জোবার্গ বাফালোসকে হারিয়েছে ৮ উইকেটে। যদিও জোবার্গের একাদশে ঠাঁই হয়নি মুশফিকের।
শনিবারের এ ম্যাচে মুশফিককে ছাড়াই শেষ লড়াইয়ের একাদশ সাজায় জোবার্গ। আসরে ১২৬ গড়ে ১২৬ রান করা এই ব্যাটারকে ছাড়া একাদশ বিস্ময়ের সৃষ্টি করে। তাছাড়া আসরের সর্বোচ্চ গড়ের অধিকারী মুশফিকের স্ট্রাইকরেটও নেহায়েত কম নয়, ১৬৮!
জিম্বাবুয়ের হারারেতে ফাইনালে টসে হেরে আগে ব্যাট করতে নামে জোবার্গ। মোহাম্মদ হাফিজ আর টম ব্যান্টনের উদ্বোধনী জুটিতে বেশ দাপুটে শুরু পায় তারা। ৩.৪ ওভারে আসে ৫৩ রান। তবে এরপরই ১৩ বলে ৩২ করে ফেরেন হাফিজ।
পরের ওভারেই ফেরেন তিনে নামা উইল স্মিড (৫)। ৬.১ ওভারে ফেরার আগে ব্যান্টনের ব্যাটে আসে ১৭ বলে ৩৬ রান। এরপর ইউসুফ পাঠানের ১৪ বলে ২৫ ও রবি বোপারার ১০ বলে ২২ রানে বড় সংগ্রহ পায় জোবার্গ। স্কোরবোর্ডে আসে ৪ উইকেটে ১২৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে ২.৫ ওভারে ৩৩ রানে ভাঙে ডারবানের উদ্বোধনী জুটি। টিম সেইফার্ট ফেরেন ১৪ বলে ৩০ রান করে। এরপর মাঠে নেমে ঝড় তোলেন আন্দ্রে ফ্লেচার। ১১ বলে ২৯ করে ফেরেন তিনি। ৬.১ ওভারে ৭৬ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়।
তবে ওপেনার জাজাই তখনো মাঠে ১২ বলে মাত্র ১৫ রানে। তবে এরপরই জ্বলে উঠেন তিনি, সঙ্গী হিসেবে পান আসিফ আলিকে। দুজনে মিলে ২২ বলে অপরাজিত ৫৩ রানের জুটি গড়ে দলকে এনে দেন প্রথম শিরোপা। ২২ বলে ৪৩ করে জাজাই ও আসিফ অপরাজিত থাকেন ৯ বলে ২১ রানে