বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত খেলছেন ওপেনার লিটন দাস। ধারাবাহিকতার পুরস্কারটা বেশ ভালোই পাচ্ছেন লিটন। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব মিলছে ডানহাতি এই ব্যাটারের। আইপিএল, গ্লোবাল টি-টোয়েন্টির পর এবার লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন লিটন। সাকিব আল হাসানের দল গল টাইটান্সের জার্সিতে মাঠ মাতাবেন তিনি।
কদিন আগেই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে এসেছেন লিটন দাস। দেশে কয়েকদিনের বিশ্রাম শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের।
কিন্তু শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগের শেষভাগে গল টাইটান্স হতে ডাক পেয়েছেন তিনি। আর সেই ডাকে সাড়া দিয়ে আজ (শনিবার) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগার ওপেনার।
লঙ্কান প্রিমিয়ার লিগের চলতি আসরে বাংলাদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ মিঠুন, শরিফুল ইসলামের পর এবার সুযোগ পেলেন লিটন।
একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মিঠুন। যদিও এখনও কোনো ম্যাচের খেলার সুযোগ পাননি তিনি। জাতীয় দলের আরেক তারকা শরিফুলের ক্ষেত্রেও একই চিত্র। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে এখনও কোনো ম্যাচে নামার সুযোগ পাননি তিনি।
এর আগে গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ারসের হয়ে খেলেছেন লিটন। সেখানে তিনি ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে ব্যাট করে ১৫২ রান করেছেন, গড় ২১.৭১, স্ট্রাইক রেট ১০০.৬৬।
এলপিএল শুরু হয় জুলাই মাসের ৩০ তারিখে এবং আগামী ২০ আগস্ট ফাইনাল খেলার মধ্যে দিয়ে এবারের আসরের পর্দা নামবে। এ সময় এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প চললেও সাকিব, লিটন, শরিফুলদের পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিম। এলপিএল শেষেই তাদের অনুশীলনে যোগ দিবেন তারা।