ইংলিশ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে জার্মানির বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন স্ট্রাইকার হ্যারি কেইন।

শুক্রবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানো জানান, ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্নে যোগ দিয়েছেন ৩০ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার। এই দলবদল চুক্তিতে ২০ মিলিয়ন ইউরো বোনাস শর্তসাপেক্ষে পাবে স্পার্স।

কেইনের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে বায়ার্নের। দীর্ঘ আলোচনা শেষে তাকে ছাড়তে সম্মত হয় টটেনহ্যাম। এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন কেইন। সেখানে তার ডাক্তারি পরীক্ষা হবে।

টটেনহ্যাম হটস্পারের হয়ে ৩১৭ ম্যাচে ২১৩ গোল করেছেন ২০০৯ সালে ক্লাবটিতে যোগ দেওয়া এই স্ট্রাইকার। যদিও ২০১০-১৪ তাকে বিভিন্ন ক্লাবে ধারে পাঠিয়েছিল স্পার্স।

দুর্দান্ত ফিনিশার হ্যারি কেইনের দীর্ঘ ক্যারিয়ারে অভাব ছিল একটি শিরোপার। টটেনহ্যামের হয়ে উজ্জ্বল থাকলেও ক্লাবটির কাছে শিরোপা যেন অধরা। ফুটবল ভক্তরা মনে করেন, ইংলিশ ক্লাবটিতে থাকলে তার হয়ত কখনোই শিরোপা জেতা হতো না। বায়ার্নে এসে তিনি কতখানি মেলে ধরতে পারেন, তা সময়ই বলে দেবে।