সাফ চ্যাম্পিয়নশিপে জামাল ভূঁইয়াদের হার দিয়ে শুরু।

সি স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে হার দিয়ে শুরু বাংলাদেশের যাত্রা। শেষ পাঁচ আসরে গ্রুপ পর্বেই বিদায় নেয়া বাংলাদেশ এবারও শুরুটা হলো না প্রত্যাশা মতো। লেবাননের কাছে টুর্নামেন্টে নিজেদের মিশন শুরু করেছে ২-০ গোলের হার দিয়ে।

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। শক্তিশালী লেবাননকে আক্রমণে আসার খুব একটা সুযোগ দিচ্ছিল না। কিন্তু দিনশেষে নিজেদের ভুলেই ডুবলেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। লেবাননের কাছে ২-০ গোলে হেরে শুরুতেই বড় ধাক্কা খেলো জামাল-তপুরা। মধ্যপ্রাচ্যের দলটির হয়ে জয়সূচক গোল দুটো করেন হাসান মাতুক ও খলিল বদর।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয় লেবানন। যার ফলে গোলবারের নিচে বেশ ব্যস্ত সময়ই কাটাতে হয় গোলরক্ষক আনিসুর রহমানকে। তবে বলের নিয়ন্ত্রণ কম পেলেও ফাঁক পেয়ে আক্রমণে গিয়ে লেবাননের রক্ষণভাগ বেশ কয়েকবার কাঁপিয়ে দিয়ে এসেছে বাংলাদেশ।

২৩ মিনিটে দূর থেকে জাল বরাবর মাটি কামড়ানো শট নেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু তা সহজেই তালুবন্দী করেন লেবানন গোলরক্ষক। ৩৫ মিনিটে দারুণ সুযোগ পায় লেবানন। কিন্তু সাদেকের শট লাফিয়ে উঠে ঠেকিয়ে দেন জিকো।  ৪৩ মিনিটে আবারও আক্রমণে ওঠে কাবরেরার শিষ্যরা। কিন্তু এতেও কোন ফল না আসায় প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে।

বিরতির পর মাঠে নেমে আবার ডিফেন্সিভ ওয়েতে খেলে যাচ্ছিলেন তারিক, তপুরা। কিন্তু ৮০ মিনিটে হাসান মাতুকের গোলে এগিয়ে যায় লেবানন। এরপর বাংলাদেশ গোল শুধরানোর চেষ্টা চালালেও শেষ বাশি বাজার আগ মুহুর্তে ওল্টো আরো একটি হজম করে মাঠ ছাড়ে জামাল ভুঁইয়ার দল।