এশিয়া কাপকে সামনে রেখে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তবে ইনজুরি সমস্যা কাটিয়ে উঠতে না পারায় ক্যাম্পে যোগ দিতে পারছেন না তামিম ইকবাল। খেলবেন না এশিয়া কাপেও। লন্ডন থেকে জোড়া ইনজেকশন নিয়ে আসা টাইগারদের সদ্য সাবেক অধিনায়ককে আরও কিছুদিন থাকতে হবে বিশ্রামে।

কিন্তু বাসায় বসে না থেকে রোববার (৬ আগস্ট) হঠাৎ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হলেন তামিম। যেখানে ফিটনেস অনুশীলন চলছে তার জাতীয় দলের সতীর্থদের। তবে কী টাইগার ওপেনার নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে এখনই নিজেকে ফিট করে নেয়ার প্রস্তুতি নিতে চাচ্ছেন?
না, তামিম এখনই অনুশীলনে যোগ দিতে পারবেন না। লন্ডনে কোমরের চোটের চিকিৎসা করিয়ে গত ৩১ জুলাই দেশে ফিরেছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তামিমের এক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম নেয়ার কথা। পরের এক সপ্তাহ একটু একটু করে ফিটনেস এবং পুনর্বাসনের কাজ শুরু করবেন তিনি।
তামিমের পুনর্বাসন কোন প্রক্রিয়ায় হবে, সেটা ঠিক করে দেবেন বিসিবির চিকিৎসক ও ফিজিও–ট্রেনাররা। তাই রোববার মিরপুরে এসে মেডিকেল দলের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করে নেন তামিম। এ সময় মিরপুরে ছিলেন বিসিবির পরিচালকরাও। টাইগার ওপেনার পরিচালকদের সঙ্গেও কিছুক্ষণ আলাপচারিতা করেন। এরপর চলে যান। দু-এক দিনের মধ্যেই তামিমের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হওয়ার কথা।