বিয়ে নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এর আগে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান বাবরের পরিবারের এক সদস্যের বরাত দিয়ে জানিয়েছিল, বিশ্বকাপের পর বিয়ে করছেন না বাবর।

ভারত বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর, আর শেষ ১৯ নভেম্বর। এই বিশ্বকাপের পরই কাজিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন পাকিস্তান অধিনায়ক-জিও নিউজ এই সংবাদ দিয়েছে বাবরের এক কাছের বন্ধুর বরাত দিয়ে।

তারা জানিয়েছে, ডিসেম্বরে অস্ট্রেলিয়া সিরিজের আগে বিয়ে করবেন এই তারকা ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই এই খবর ছড়িয়ে পড়ে।

এরপর ‘ক্রিকেট পাকিস্তান’ বাবরের পরিবারের এক সদস্যের বরাত দিয়ে জানায়, ব্যক্তিগত জীবন নয়, বাবরের মনোযোগ এখন পাকিস্তানের ক্রিকেটে। বাবরকে বিয়ের সাজে দেখতে কমপক্ষে এক বছর অপেক্ষা করতে হবে বলে জানান সেই সদস্য।

পাকিস্তানের ক্রীড়া সাময়িকী ছায়া করপোরেশন টুইট করে জানায়, বাবরের বিয়ের খবরটি সম্পূর্ণ মিথ্যা। সেই সঙ্গে যাচাই না করে এমন সংবাদ শেয়ার না দিতেও অনুরোধ করা হয় টু্ইটে। বাবর সরাসরি কিছু না বললেও নিজের ইনস্টাগ্রামে ‘ডে’তে ছায়া করপোরেশনের টুইটটি শেয়ার করেন। বাবরের এই ইনস্টাগ্রাম ডের মাধ্যমে ধারণা করা যাচ্ছে, নভেম্বরে বিয়ের কাজ সারছেন না পাকিস্তান অধিনায়ক।

বর্তমানে বাবর খেলছেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে এ টুর্নামেন্টে সেঞ্চুরিও পেয়েছেন বাবর। ২২ আগস্ট শুরু হতে যাওয়া আফগানিস্তান সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাবরের দল। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কাতে হতে যাওয়া এশিয়া কাপে খেলবেন বাবর।